নীলফামারী জেলাধীন ডিমলা একটি সীমান্তবর্তী ও জনবহুল এলাকা। এখানকার জনগণের ৭০ শতাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে। মানুষজণ অনেক ধর্মপ্রান বটে। ধর্মের প্রতি তাদের অন্ধ বিশ্বাস রয়েছে। ডিমলা উপজেলার ১০টি ইউনিয়নে মোট ৩৪ টি ছোট বড় এতিমখানা স্থাপিত হয়েছে। তবে কিছু কিছু এতিমখানায় গড়ে উঠেছে মসজিদ। স্থানীয় কমিটির মাধ্যমে এসকল এতিমখানা গুলো পরিচালিত হয়ে আসছে। তবে সরকারী ভাবে মাঝে মধ্যেই অনুদান পাওয়া যায়। তৎমধ্যে শুকনা খাবার, চাল ডাল তেল, কয়েল, শীতবস্ত্র, দুম্মার গোসত, খেজুর ইত্যাদি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS