Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৭ এ উপজেলায় পালন লক্ষ্যে আহবান সভা।
Details

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

ডিমলা, নীলফামারী

 

স্মারক নং-০৫.৪৭.৭৩০০.০২.০৪৮.১৭-২১১(১২০)                                          তারিখ ঃ ০৭/০৩/২০১৭ খ্রিঃ

‘‘নোটিশ’’

         মহান স্বাধীনতা ও জাতীয় দিবস- ২০১৭ এ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় উদযাপনের নিমিত্ত কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে আগামী  ০৯ মার্চ-২০১৭খ্রিঃ তারিখ ১০.০০ ঘটিকায় উপজেলা পরিষদ হল রুমে এক সভা অনুষ্ঠিত হবে ।

          উক্ত সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য তাঁকে বিশেষভাবে অনুরোধ করা হলো ।

 

প্রাপক ঃ----------------------------                                                    (মোঃ রেজাউল করিম)

          ----------------------------                                                  উপজেলা নির্বাহী অফিসার

          ----------------------------                                                       ডিমলা, নীলফামারী।

          ডিমলা,নীলফামারী ।

 

অনুলিপিঃ সদয় জ্ঞাতার্থে ও কার্যার্থে প্রেরিত হলোঃ-

১। মাননীয় সংসদ সদস্য, ১২- নীলফামারী-১।

২। চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ডিমলা-নীলফামারী।

Attachments
Publish Date
08/03/2017