Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভৌগলিক পরিচিতি

ডিমলা  নীলফামারী জেলাধীন উত্তর সীমামত্মবর্তী একটি অবহেলিত উপজেলা । উপজেলার উত্তরে ভারতের  কুচবিহার জেলা, পূর্বে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলা, দক্ষিনে জলঢাকা উপজেলা ও পশ্চিমে  ডোমার উপজেলা ।

ডিমলা উপজেলার পূর্ব দিক দিয়ে তিস্তা নদী , মধ্যবর্তী স্থান দিয়ে নাউতারা নদী , পশ্চিম প্রান্তে বুড়িতিস্তা নদী প্রবাহিত । তিস্তা নদী এ উপজেলার ৫ টি ইউনিয়নের আংশিক এলাকার উপর দিয়ে প্রবাহিত । দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প ‘ তিস্তা সেচ প্রকল্প ’ এ উপজেলায় বিদ্যমান । এছাড়া বুড়িতিস্তা নদীতেও একটি ক্ষুদ্র সেচ প্রকল্প রয়েছে ।