নীলফামারী জেলাধীন ডিমলা উপজেলাস্থ সদর থেকে ৬ কিলোমিটার উত্তরে খগা খড়িবাড়ী ইউনিয়নে মাক্কা পাগলা নামক এক দরবেশ বসবাস করতো। তিনি পরনে কোন কাপড় রাখতেন না। সর্বদাই চারদিকে ছুটাছুটি করতেন তিনি কোথায় থাকেন কোথা থেকে আসেন কেউ তার হদিস দিতে পারে না। তাকে সবাই মান্য করে। তার অনেক আধ্যাত্মিক ক্ষমতা আছে। তার মৃত্যুুর আগের দিন বলেছিলেন তিনি কখন মারা যাবেন। পরের দিন ঠিক সেই সময়ে এবং সেই স্থানেই মৃত্যু বরণ করেন। তার স্মরণে এলাকা বাসী খগার হাট নামক স্থানে একটি মাজার স্থাপন করেন এবং একটি মসজিদ স্থাপন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস